ঈদের ছড়া
- শ্রাবণ শুভ্র ০৪-০৫-২০২৪

ঈদ এসেছে,ঈদ এসেছে
স্বপ্ন নিয়ে আজ,
সুখের পাহাড় বাঁধবো এবার
রঙিন ফুলের তাজ।

খোকা-খুকুর মাঝে যেন
সিন্ধি আমেজ মেলা,
মিষ্টি মধুর হাসি যেন
গোধূলি মাখা বেলা।

রুপ কথার রঙ তুলিতে
দৃশ্যপটে গাঁথা ,
সুর মিলিয়ে বাজায় বাঁশি
এক সুরেতে বাঁধা ।

বাংলা আমার মায়ের ভাষা
শহীদ ছেলের দান,
এই দিনে দ্বন্দ্ব ভূলে
মুগ্ধ সবার প্রাণ ।

ঈদ এসেছে,ঈদ এসেছে
স্বপ্ন নিয়ে আজ
নিত্য বালা কাপড় পড়ে,
পল্লী বধূ সাজ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।